Tuesday, May 15, 2018

অবশেষে সংস্কার কাজ শুরু কর্ণফুলীর ফকিনীরহাট সড়কের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২ নং বড় উঠান ইউনিয়নের ফকিরনীর হাট রাস্তার মাথার থেকে শুরু করে বাজার পর্যন্ত সড়কের সংস্কারের কাজ শুরু হয়েছে। এ রাস্তার বিভিন্ন  স্থানে কংক্রিট উঠে গিয়ে সাধারণ পথযাত্রী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃষ্টি হলে সড়কটি পানিতে কাদামাক্ত হয়ে গিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারে না। বহুদিন আগে এ রাস্তা সংস্কারের সময় নির্মানের কংক্রিট বিটুমিন দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় লোকজন। ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
সড়কটির হাজারো মানুষের চলাচল রয়েছে তাছাড়া অনেক ফাক্টরি থাকার বড় ট্রাক আসা যাওয়া করে প্রায় ১ কিলোমিটার রাস্তা এমন ভাঙ্গাচুড়া ও খানা-খন্দক সৃষ্টি হয়ে যেন মৃত্যুকুপে পরিণত হয়েছিল। স্হানীয়রা বলেন, এ সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এলাকার লোকজনের প্রত্যাশা ছিল সড়কটি দ্রুত সংস্কার হবে। এখন সংস্কারের কাজ শুরু হওয়ায় জনসাধারণ  অনেক আনন্দিত।

No comments:

Post a Comment