Wednesday, May 16, 2018

ছাত্রলীগ সভাপতির সহযোগীতায় রাঙ্গুনিয়া হতে অপহৃত মেয়ে লোহাগাড়ার চরম্বা থেকে উদ্ধার।

ছাত্রলীগ নেতার সহযোগীতায় রাঙ্গুনিয়া হতে অপহৃত মেয়ে লোহাগাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম হল আব্দুল্লাহ আল মামুন। তিনি চট্রগ্রাম জেলার  আওতাধীন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা যায়।

গত ১৪ তারিখ দক্ষিণ রাজানগর ইউনিয়ন এর বাসিন্দা , রাঙ্গুনিয়ার রাজাভূবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে(১৪) প্রেমের ফাদে ফেলে অপহরন করে একই ইউনিয়ন এর মতিউর রহমানের ছেলে মামুন(১৫)। সেই ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে যানা যায়।

আমরা রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ  এর সাথে যোগাযোগ করলে তিনি জানান  গত ১৪ তারিখ রাতে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রশাসন মেয়েটিকে উদ্ধারের জন্য সর্বাত্নক চেষ্টা চালায়। সেটির ধারাবাহিকতায় তারা মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ১৫ তারিখ সাতকানিয়া তাদের অবস্থান ধরতে পারলেও এর পর তাদের অবস্থান আর নির্ণয় করা সম্ভব হয় নাই।

অফিসার ইনচার্জ আরো জানায়, গতকাল বিকাল ৩টার দিকে তার ফোনে একটি কল আসে। পরিচয় হিসাবে তিনি লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলে। এবং ্তিনি রাংগুনিয়া থানার এক ছেলে এবং মেয়ে তার ইউনিয়ন আত্নগোপন আছে বলে আমাদের জানান, এবং অফিসার ইনচার্জ  হিসাবে আমি ছাত্রলীগ সভাপতিকে তাদেরকে আটকিয়ে রাখার নির্দেশ প্রদান করি। সেই সাথে সাথে আমরা  লোহাগাড়া থানার সাথে যোগাযোগ করে  স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর মাধ্যমে তাদেরকে লোহাগাড়া থানায় আটক করে নিয়ে আসা হয়। এর পর আমাদের থানার ওসি-২ ও মেয়ের পিতা ও তার সঙ্গগীয় ফোর্স সহ লোহাগাড়া থানা থেকে রাত ৩ টার দিকে রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসা হয়।

অপহরনকারী ছেলেটির সাথে কথা বলে জানা যায়, তার সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুযোগ এ মেয়েটিকে নিয়ে সেই পালিয়ে গিয়ে লোহাগাড়া থানার আওতাধীন চরম্বা ইউনিয়নে যায়। সেখানে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ তার প্রতিবেশী হারেছ , আব্দুল্লাহ ২০,০০০ টাকার বিনিময়ে বিয়ে করিয়ে দেওয়ার কথা বলে তাদের কে হারেছ এর বাড়িতে আত্নগোপন রাখে ১ রাত । কিন্তু ছেলে ও মেয়ে বাড়ি থেকে আসার সময় কোন কাগজ পত্র নিয়ে না আসায় তাদেরকে তারা বিয়া করাতে পারে নাই। এদিকে স্থানীয় নয়া বাজারের জনৈক ব্যবসায়ী কুতুব উদ্দীন নামের এক যুবক নাকি  বিয়া করাই দিবে বলে প্রায় ৫০০০ টাকা হাতিয়েও নিয়েছে। অন্য মাধ্যমে আরিফ,হারেছ ও আব্দুল্লাহ বিয়া করার পরিকল্পনা করতে করতে তারা স্থানীয় মেম্বার ও ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতির কাছে ধরা পড়ি। এর পর স্থানীয় মেম্বার মেয়েটি কোথায় জানতে চাইলে,  হারেছ তার বাড়িতে আত্নগোপন আছে বলে জানায়। 

স্থানীয় মেম্বার এর নির্দেশে হারেছ এর বাড়ি হতে মেয়েটিকে উদ্ধার করে চেয়ারম্যান কে সাথে নিয়ে ছেলে এবং মেয়ে কে ইউনিয়ন পরিষদে আটকিয়ে রাখা হয়। এরপর পুলিশ এসে তাদের লোহাগাড়া থানায় নিয়ে আসে।

এই বিষয় নিয়ে আমরা চরম্বা ইউনিয়ন  পরিষদ এর চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি জানায়, স্থানীয় মেম্বার ও আমার ছাত্রলীগের সভাপতি , ওসি রাঙ্গুনিয়া , ওসি লোহাগাড়ার সাহায্য নিয়ে তারা ২ জনকে আমার হাতে সোপর্দ করছেন, পরে তাদেরকে পুলিশ এর হাতে দিয়ে দেওয়া হয়।

আমরা লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওসি রাঙ্গুনিয়া  ও চরম্বা ছাত্রলীগের  ইউনিয়ন সভাপতির কাছ থেকে খবর অনুয়ায়ী তারা ২ জনকে আমার হাতে সোপর্দ করছেন, পরে তাদেরকে রাঙ্গুনিয়া পুলিশ এর কাছে হস্তানর করে দিয়ে দেওয়া হয়।

মেয়েটির বাবার সাথে কথা বললে জানা যায়, তার মেয়েকে অপহরণ করে  নিয়ে গিয়ে লোহাগাড়ার চরম্বা রাখা হয়। সেখানের স্থানীয় ছাত্রলীগ সভাপতি ও  মেম্বার , চেয়ারম্যানরা উদ্ধার করেছেন। সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে চরম্বার অভিযুক্ত ছাত্রলীগ এর সাধারন সম্পাদক আরিফ, হারেছ, কুতুব ও আব্দুল্লাহ এর মামলা প্রক্রিয়াদিন।

এই বিষয় নিয়ে আমরা চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বললে জানা যায়, বিকাল ৩টার দিকে আমার ইউনিয়ন ছাত্রলীগ এর এক ছোট ভাই আমাকে ফোন দিয়ে জানায় এলাকায় একটা অচেনা ছেলে দেখা যাচ্ছে, সেই সাথে আরো খবর পাওয়া যাচ্ছে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তুলে নিয়ে এসে গোপনে বিয়ে দেওয়ার প্রায়তারা করছে। খবর পেয়ে সাথে সাথে লোহাগাড়া থানার নাম্বারে ফোন দিলে তারা প্রথমে আমাকে কোন সাহায্যের হাত বাড়িয়ে দে নাই। পরবর্তীতে আমি ইণ্টারনেটের সাহায্যে রাঙ্গুনিয়া থানার নাম্বার সংগ্রহ করে  ও জাতীয় কল সেন্টার ৯৯৯ এর সাহায্যে ওসি রাঙ্গুনিয়ার সাথে কথা বলি ও তিনি আমাদের কে ছেলে মেয়েটিকে আটকিয়ে রাখতে বলে। ওসি রাঙ্গুনিয়া, ওসি লোহাগাড়া সাইফুল ভাইয়ের আশ্বাসে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে পেলেও  মেয়েটিকে পাই নাই। 

এরপর স্থানীয় মেম্বার সোলাঈমান ভাই সহযোগীতায় জনৈক হারেছ বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে আমরা সহ মেয়েটিকে চেয়ারম্যান কে বুঝিয়ে দি। এর পর লোহাগাড়া থানার এস আই মফিজ ভাই তার সংগীয় ফোর্স সহ এসে ছেলে এবং মেয়েটি তারা আটক করে নিয়ে যায়।

আমাদের এই প্রতিবেদক চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন থেকে জিজ্ঞেস করলে, আপনার সাধারন সম্পাদক মেয়েটি ও ছেলেটিকে ২০,০০০ টাকার বিনিময়ে বিয়ে দিতে চাইলো আর আপনি নিজে এসে ওদের উদ্ধার করে থানায় দিলেন কেন ?  আপনাদের মাঝে কি কোন মনমালিন্যতা আছে  ?

 উত্তরে তিনি সাধারন সম্পাদক নিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নাই, আর বলেছেন মন মালিন্য হওয়ার প্রশ্নই ঊটে না। আর টাকা দাবি করার বিষয় টা মোটেই জানি না আমি। যদি এমন কোন কিছু করে থাকে তাহলে উপজেলা ছাত্রলীগ আছে, নিশ্চয় ওনারা সাংগঠনিক ব্যবস্থা নিবেন। 

সভাপতি শুধু বলেছে ছাত্রলীগের কাজ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া নই।  অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আর যারা ছাত্রলীগের নাম দিয়ে এসব অন্যায় কাজ করে ও অন্যায় কে প্রশ্রয় দে, তারা কখনো ছাত্রলীগ হতে পারে না। ১৯৪৭ এর পর হতে প্রতিটা অন্যায় এর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ দূর্বার আন্দোলন গড়ে তুলেছিল,  সেই সাথে অধিকার ও আদায় করেছিল। আমি এমন সংগঠন এর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে পিতা মুজিবের আদর্শ লালিত  ও আমার দায়িত্ব, কর্তব্য বোধ থেকে এই কাজটি করেছি, তিনি আরো বলেন ছেলে এবং মেয়ে ২ টাই এখনো আবেগী বয়সে তাদের আবেগকে যদি আমরা প্রশ্রয় দি, তাহলে তাদের পরিবারের অবস্থাটা কি হবে ? তাদের দেখায় আরো দশটা ছেলে এমন কাজ করতে চাইবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম কি হবে ?

সেই সাথে তিনি  ওসি রাঙ্গুনিয়া , ওসি লোহাগাড়া,স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে বিশেষ ভাবে ধন্যবাদ জানায়।তিনি বিশেষ করে আরো ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ এর উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও লোহাগাড়া ঊপজেলা ছাত্রলীগ এর আহবায়ক রিদূয়ানুল হক সূজন  যাদের কাছ থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও সমর্থন পেয়ে থাকেন।


সোর্সঃ সিভি নিউজ


Tuesday, May 15, 2018

অবশেষে সংস্কার কাজ শুরু কর্ণফুলীর ফকিনীরহাট সড়কের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২ নং বড় উঠান ইউনিয়নের ফকিরনীর হাট রাস্তার মাথার থেকে শুরু করে বাজার পর্যন্ত সড়কের সংস্কারের কাজ শুরু হয়েছে। এ রাস্তার বিভিন্ন  স্থানে কংক্রিট উঠে গিয়ে সাধারণ পথযাত্রী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃষ্টি হলে সড়কটি পানিতে কাদামাক্ত হয়ে গিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারে না। বহুদিন আগে এ রাস্তা সংস্কারের সময় নির্মানের কংক্রিট বিটুমিন দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় লোকজন। ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
সড়কটির হাজারো মানুষের চলাচল রয়েছে তাছাড়া অনেক ফাক্টরি থাকার বড় ট্রাক আসা যাওয়া করে প্রায় ১ কিলোমিটার রাস্তা এমন ভাঙ্গাচুড়া ও খানা-খন্দক সৃষ্টি হয়ে যেন মৃত্যুকুপে পরিণত হয়েছিল। স্হানীয়রা বলেন, এ সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এলাকার লোকজনের প্রত্যাশা ছিল সড়কটি দ্রুত সংস্কার হবে। এখন সংস্কারের কাজ শুরু হওয়ায় জনসাধারণ  অনেক আনন্দিত।

Thursday, May 10, 2018

‘১৫ শতাংশ ভ্যাটে কমবে তামাক পণ্যের সহজ লভ্যতা’

১৪ মে, ২০১৮ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইপসা’র আয়োজনে এবং ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস্্ এর সহায়তায় এক মানববন্ধনে বক্তারা উপরোক্ত দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন- তামাক জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক একটি ক্ষতিকর পণ্য। সকারের সপ্তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা ও এসডিজি’র স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ‘এফসিটিসি’ বাস্তবায়নকে অন্যতম কৌশল হিসাবে নির্ধারণ করা হয়েছে। আগামী ২০৪০ সালের আগে বাংলাদেশ থেকে তামাকে ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তবে সস্তা তামাক পণ্য তরুণ ও স্বল্প আয়ের মানুষকে ক্রমশ তামাক ব্যবহারে বিশেষভাবে আকৃষ্ট করছে। কার্যকর তামাক কর তামাক পণ্যের সহজ লভ্যতা কমায়। যা সরকার ও জনগণ উভয়ের জন্য লাভজনক।
মানববন্ধন কর্মসূচি থেকে আসন্ন ২০১৮-১৯ বাজেটে সকল তামাক পণ্যের কার্যকর কর আরোপের দাবী জানানো হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে মাননীয় অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- দীপ্ত টিভির সিনিয়র সাংবাদিক লতিফা আনসারী লুনা, ইপসা’র স্মোক ফ্রি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোঃ ওমর শাহেদ হিরো, ইপসা’র প্রোগ্রাম অফিসার- শ্যামশ্রী দাশ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ শওকত আরাফাত, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক প্রতিনিধিবৃন্দ ও ইপসা’র ভলান্টিয়ার সংগঠন ধুমপানমুক্ত প্রজন্ম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Wednesday, May 9, 2018

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের এক সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের এক সভা অদ্য ০৯ মে, ২০১৮ খ্রি: তারিখে নতুন প্রশানিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও চুয়েটের সহকারী প্রকৌশলী আমীন মো: মুসা।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার মো: ফজলুর রহমান। আর্থিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ ও সহকারী রেজিস্ট্রার মো: মহিউদ্দিন।সভায় সার্বিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যাওয়ার আহ্বান জানানো হয়। সভায় ফোরামের নতুন সদস্য সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম উল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
সভায় আরো বক্তব্য রাখেন চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন, সহকারী রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা টিপু, মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী প্রোগ্রামার সুদীপ তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক প্রকৌশলী সৈয়দ মো: জিল্লুর রহমান, সেকশন অফিসার মোহাম্মদ মঈন উদ্দীন আফসার, জনসংযোগ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, ইন্টারনেট সার্ভিস অপারেটর মো: মঈন উদ্দিন, সহকারী টেকনিক্যাল অফিসার মো: মনিরুল ইসলাম, রঞ্জন বিশ্বাস. মুহাম্মদ মোরশেদুল হক, আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমান চৌধুরী, সৈয়দ মো: রোকন উদ্দীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনুরাধা মল্লিক প্রমুখ।

Saturday, May 5, 2018

তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি : ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন- তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি। এ শক্তিকে আরোও গতিশীল এবং বেগবান করতে প্রতিটি পাড়া মহল্লায় নেতাকর্মীদের তদারকি বাড়াতে হবে।
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চলমান ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ এনে দিয়েছে। তার অবর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে উন্নীত করেছেন।
তাঁর সাহসী পদক্ষেপের ফলে সমুদ্র সীমাঅর্জন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসির রায়কে কার্যকর করেন। শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি আজ মানবতার নেত্রী হিসেবে স্বীকৃত অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি আজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আহুত তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন আওয়ামী লীগ জনগণের দল হিসেবে বাংলাদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে আজও পরিস্ফূটিত হয়ে আছে। জননেত্রী শেখ হাসিনার ৯ বছরের সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে ওবায়দুল কাদের বলেন এই সাফল্য যেন ম্লান করে দিতে না পারে তাঁর জন্য দলের পরীক্ষিত নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। কোন অপরাধী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সর্বোচ্চ থাকার আহ্বান জানান।
আজ সকাল ১১টায় নগরীর লেডিস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম বলেন, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে এমন কোন শক্তি নেই আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে।
ষড়যন্ত্রের সকল অপতৎপরতাকে রুখে দিয়ে আগামীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন- আমরা ইতিমধ্যে ১০টি টিমে বিভক্ত হয়ে মহানগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রম শুরু করেছি।
যার মাধ্যমে আমরা প্রতিটি এলাকায় সরাসরি তদারকির মাধ্যমে সৎ, যোগ্য বিভিন্ন শ্রেণী পেশার মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গদের দলের সদস্য করার উদ্যোগ গ্রহণ করেছি। এই কার্যক্রম আরো সুষ্ঠু এবং গতিশীল করতে এই প্রক্রিয়া আমাদের চলমান থাকবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব্ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি, কোতোয়ালী থানা’র আলহাজ্ব ফিরোজ আহমেদ, চকবাজার থানার আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, ইপিজেড থানার হারুনুর রশিদ, বন্দর থানার মো: নুরুল আলম, পাঁচলাইশ থানার হাজী মো: ইয়াকুব, বায়েজীদ থানার শফিউল আলম ছগির, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ২৯নং ওয়ার্ডের হাজী আলী বক্স, ৪১নং ওয়ার্ডের ছালেহ আহমদ চৌধুরী, ৩৭নং ওয়ার্ডের আবদুল মান্নান, জামালখান ওয়ার্ডের আবুল হাশেম বাবুল, ৬নং ওয়ার্ডের শামসুল আলম, ১৫নং ওয়ার্ডের মো: গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ডের আতিকুর রহমান, ৩৩নং ওয়ার্ডের রফিকুল হোসেন বাচ্চু, ২০নং ওয়ার্ডের আবু তৈয়ব ছিদ্দিকী, ৩৫নং ওয়ার্ডের ফয়েজ উল্লাহ বাহাদুর, ইউনিট আওয়ামী লীগ হতে শুলকবহর ওয়ার্ডের তৌহিদুল আনোয়ার সেন্টু, জামালখান ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আখতারুজ্জামান চৌধুরী, দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আবদুল রব।
বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, ডা: মো: আফছারুল আমীন এম.পি, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব এম এ রশিদ, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো: হোসেন, দেবাশীষ গুহ বুলবুল, ইঞ্জি: মানস রক্ষিত, জুবাইরা নার্গিস খান, আবদুল আহাদ, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, হাজী শহিদুল আলম, জহরলাল হাজারী, কার্যনিবাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, কামরুল হাসান ভুলু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, নুরুল আমিন শান্তি, নজরুল ইসলাম বাহাদুর, সৈয়দ আমিরুল হক, জাফর আলম চৌধুরী, ইঞ্জি বিজয় কিষাণ চৌধুরী, এড. কামাল উদ্দিন আহমেদ, বখতিয়ার উদ্দিন খান, আহমদ ইলিয়াছ, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, গোলাম মোহাম্মদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, মো: জাবেদ, রোটরিয়ান মো: ইলিয়াছ. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল, মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, ছিদ্দিক আলম, কাজী আলতাফ হোসেন, হাজী শফিকুল ইসলাম, মো; আবু তাহের, এম এ হালিম, এস এম ইসলাম, মো: হোসেন হীরন, মো: মুমিনুল হক, আনছারুল হক, আলহাজ্ব নুরুল ইসলাম, খলিলুর রহমান, হাজী মো: আবু তাহের, রেজাউল করিম কায়সার, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা আনজুমান আরা চৌধুরী আনজী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এড. মো: জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক কে.বি.এম শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এছাড়া ৪৪টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৪৪ টি ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ৩৫২ জন সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ।